Thursday, December 4, 2014

অবস্থানঃ
আয়তন ৭১৬.০৮ বর্গ কিঃমিঃ। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা। উত্তরে কুষ্টিয়া জেলা ও পশ্চিমাবঙ্গ(ভারত), দক্ষিণে চুয়াডাঙ্গা ও পশ্চিমবঙ্গ (ভারত), পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ (ভারত)।

ভূ-প্রকৃতিঃ
মেহেরপুর জেলার সমগ্র ভূ-ভাগ মৃত প্রায় ব-দ্বীপ সমভূমি এলাকা। এই এলাকার নদীগুলি দিয়ে খুব অল্প পরিমাণ পানি প্রবাহিত হয়। বর্ষা ঋতুতেও প্লাবিতহওয়ার মত পানি প্রবাহিত হয় না। ফলে নতুন পলল সঞ্চয়ের সুযোগ এখানে নেই। তবে নদীগুলির গতিপথ সর্পিল বলে মেহেরপুরে অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদের (Ox bow Lake) সৃষ্টি হয়েছে।
মেহেরপুরের মোট আয়তন - ৭১৬.০৮ বর্গকিলোমিটার।
উপজেলা ভিত্তিক আয়তন নিম্নরূপঃ
মেহেরপুর সদর - ২৬১.৪২ বর্গকিলোমিটার।
গাংনী - ৩৪১.৯৮ বর্গকিলোমিটার।
মুজিবনগর - ১১২.৬৮ বর্গকিলোমিটার।
আয়তন শতকরা হারঃ
মেহেরপুর সদর - ৩৬.৫১%
গাংনী  -  ৪৭.৭৬%
মুজিবনগর - ১৫.৭৩% জনসংখ্যা - ৫,৯১,৪৩৬
পুরুষ     - ৩,০৩,১৬৬
মহিলা    - ২,৮৮,২৭০
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার  = ১.৮৬%